মাওলানা আব্দুল্লাহ আলমামুন আশরাফী। মুহাদ্দিস, লেখক ও আলোচক। লেখালেখি করছেন অনেকদিন ধরে। একাধিক পত্রিকায় ইসলাম বিষয়ে নিয়মিত লেখক তিনি। এক্ষেত্রে তার একাগ্রতা ও একনিষ্ঠতা রীতিমত ঈর্ষার বিষয়। লেখায় স্বাতন্ত্র্য, পরিমিতিবোধ, বিশুদ্ধতা ও উৎস নির্দেশের কারণে ইতিমধ্যে তিনি বোদ্ধা পাঠকের দৃষ্টি কেড়েছেন।