মাওলানা আবু তাহের মেছবাহ(হাফিজাহুল্লাহ) একজন উম্মাহ্ দরদী আলেম এবং হাজারো ছাত্র গড়ার কারিগর। তিনি বাংলা ও আরবী ভাষা ও সাহিত্যে সমানভাবে পারদর্শিতার প্রমাণ রেখে যাচ্ছেন। বর্তমানে তিনি মাদরাসাতুল মাদীনাহ্, আশরাফাবাদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগে প্রধানের দায়িত্বে রয়েছেন।